পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দুবাইয়ের পথে সাংবাদিকদের নিজেই এ কথা জানান প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

দুবাইয়ের পথে সাংবাদিকদের নিজেই এ কথা জানান প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

পেঁয়াজ নিয়ে যখন সারা দেশে হাহাকার, অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর বাসায় দুপুরে রান্নাতেও হয়নি পেঁয়াজের ব্যবহার। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে যাত্রার প্রাক্কালে উপস্থিত সাংবাদিকদের নিজেই এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

তিনি বলেন, পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। আজ দুপুরে বাসায় সব রান্না পেঁয়াজ ছাড়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্লেনে পেঁয়াজ আনতেছি। সেটাও বলে গেলাম।

এর আগে আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পেঁয়াজের সমস্যা মোকাবিলায় সরকার গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, এই সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল-পরশুর মধ্যে পেঁয়াজ বিমানে এসে পৌঁছাবে। পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই।