সড়ক পরিবহন আইন পুনর্বিবেচনা করা দরকার: আবুল মকসুদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ

সড়ক পরিবহন আইন ২০১৮ পুনর্বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘সড়ক পরিবহন আইন ২০১৮: সড়কে শৃঙ্খলা, যাত্রীদের নিরাপত্তা ও শ্রমিকের সুরক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ তাড়াহুড়ো করে করা হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন করলো তখন হুট করেই করা হয়েছে। এই আইনে পরিবহন শ্রমিকদের হেয় করা হয়েছে। আমি মনে করি এই আইনটি পুনর্বিবেচনা করা দরকার।

আবুল মকসুদ বলেন, দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে পরিবহন খাত। উত্তরবঙ্গ থেকে কাঁচামাল ঢাকায় আনতে পরিবহন দরকার, দেশের পণ্য রফতানি করতে পোর্ট পর্যন্ত পৌঁছাতে পরিবহন দরকার। পরিবহনের বিকল্প নেই। তাই আমাদের পরিবহন খাতকে বাঁচিয়ে রাখতে এই আইন পুনর্বিবেচনা করে যে ত্রুটি-বিচ্যুতি গুলো আছে সেগুলো সংশোধন করে চূড়ান্ত করা দরকার। কত কিছু সংশোধন করা হয়েছে, সংবিধান পর্যন্ত সংশোধন করা যায়, তাহলে এই আইন কেন সংশোধন করা যাবে না। এই আইনের এখনো বিধিমালা হয়নি তাই শিগগিরই পরিবহন আইন ২০১৮ এর ভুলগুলো সংশোধন করে সঠিক আইন তৈরি করতে হবে।

এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খালিকুজ্জামান, রাজেকুজ্জামান রতন, ওসমান আলীসহ অন্যান্যরা।