বুলবুলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

এনামুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের তালিকা এখনো আমাদের হাতে পৌঁছেনি। তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কাজ করছেন। সেই তালিকা আসার পর আমরা তা মন্ত্রণালয়ে পাঠাবো। তারপর সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

এ সময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ আরও অনেকে।