বিএসটিআইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএসটিআইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএসটিআইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই’র কার্যালয়ে বঙ্গবন্ধুর এ ম্যুরাল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইনসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় মান সংস্থা বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা-আইএসও এর সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধুর এ অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে বিএসটিআই প্রাঙ্গণে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই সারাদেশে গুণগত শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানির ক্ষেত্রে উদ্যোক্তাদের মান সহায়তা দিচ্ছে। ফলে রফতানি বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থাগুলোর মধ্যে বিএসটিআই প্রথম জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ধরনের ম্যুরাল স্থাপন করল। এটি জাতির পিতার প্রতি এই প্রতিষ্ঠানে কর্মরতদের বিনম্র শ্রদ্ধার বহিঃপ্রকাশ।’

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘বিএসটিআইকে আন্তর্জাতিক মান সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় বিএসটিআই’র অফিস স্থাপন করা হবে।’