ওসমানী মেডিকেলের সাবেক দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভুয়া বিল ও নানা খাতে অতিরিক্ত ব্যয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. আব্দুস ছালামসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম সিলেটের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

দাখিলকৃত চার্জশিটের অন্যরা হলেন- মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. জাকির হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক মো. আব্দুল কুদ্দুছ আটিয়া ও তার ছেলে আরিফ আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, ভুয়া বিল ও নানা খাতে অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের মে মাসে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।