দুদকের জিজ্ঞাসাবাদে পারটেক্স গ্রুপের এমডি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় এম এ হাসেম দুদকে এসে উপস্থিত হন। তারপর দুদকের পরিচালক মোশাররফ হোসেন মৃধা তার জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, এম এ হাসেমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারের বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি দখলসহ শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্বল্প মূল্যে পণ্য আমদানি করে মূল্য বেশি দেখিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।