সম্রাট ও সহযোগী আরমানের বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং সহযোগী এনামুল হক আরমান, ছবি: সংগৃৃহীত

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং সহযোগী এনামুল হক আরমান, ছবি: সংগৃৃহীত

ক্যাসিনো কাণ্ডে গ্রেফতারকৃত ও বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা ও এনামুল হক আরমানের বিরুদ্ধে দুই কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও আয়কর নথিতে সম্পদের হিসাব গোপন করার অভিযোগ এনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলা দুটি করা হয়।

বিজ্ঞাপন

মামলা দায়েরের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানিয়েছেন দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

সম্রাটের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এবং এনামুল হক আরমানের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন উপপরিচালক সালাউদ্দীন।