নাইমুলের মৃত্যুতে মন্ত্রিসভায় উদ্বেগ প্রকাশ: তথ্যমন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রথম আলোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কেবিনেটে অনির্ধারিত আলোচনায় রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন ছাত্র যে, অসহায়ভাবে মারা গেছে বিষয়টি আলোচিত হয়েছে। বেশ কয়েকজন এই বিষয়টি তুলেছেন। সবাই উদ্বেগ প্রকাশ করেছেন, হতাশা ব্যক্ত করেছেন এবং শোক জানিয়েছেন।’ 

আরও পুড়ন: নাইমুলের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিশোরদের নিয়ে যখন একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন সেখানে নিরাপত্তা সঠিকভাবে করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হয়। কারণ অনুষ্ঠানের জন্য যে বিদ্যুতের তার টানা হয়েছিল, সেই তারেই স্পৃষ্ট হয়ে নাইমুল আবরার নিহত হয়েছে। এখানে কারো গাফিলতি ছিল কিনা বা আয়োজকদের গাফিলতি ছিল কিনা সে প্রসঙ্গ মন্ত্রিসভায় উঠে এসেছে। একজন ছাত্র মারা যাওয়ার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়া হয়েছে, এ বিষয়ে সবাই হতাশা ব্যক্ত করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সেই ছাত্র মারা যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়নি, তারা জানতে পেরেছে হাসপাতাল থেকে। মৃত নাইমুলের পকেটে থাকা বিদ্যালয়ের মনোগ্রাম দেখে হাসপাতাল কর্তৃপক্ষ প্রিন্সিপালকে ফোন করে, তখন বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরেছে একজন ছাত্র মারা গেছে। কারো যদি অপমৃত্যু ঘটে, তাহলে সেই মরদেহের অবশ্যই পোস্টমর্টেম করতে হয়। আর পোস্টমর্টেম না করতে হলে, জেলা ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমোদন লাগে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগে। সেটা না নিয়ে পোস্টমর্টেম ছাড়াই মরদেহটি দাফন করা হয়েছে। এগুলো প্রসঙ্গক্রমে মন্ত্রিসভায় উঠে এসেছে। বিষয়টি তদন্ত হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১ নভেম্বর) ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার বিদ্যুতায়িত হয়ে মারা যায়। তবে নাইমুলের মৃত্যু অবহেলাজনিত কারণে হয়েছে বলে অভিযোগ করছেন কলেজটির শিক্ষার্থীরা।

নাইমুল আবরার কলেজের নবম শ্রেণির ছাত্র। সে দিবা শাখার ছাত্র। গ্রামের বাড়ি নোয়াখালী। ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

আরও পড়ুন: কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

                 নাইমুলের মর্মান্তিক মৃত্যু: চার দফা দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের