জনগণের জন্য কাজ করতে ক্লান্ত হই না: প্রধানমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'জনগণের জন্য কাজ করার সময় আমি ক্লান্ত হই না, যদি জনগণ ভাল থাকে তবে সেটাই আমার বড় অর্জন।'

তিনি বলেছেন, 'আমাদের সরকার জনগণের মধ্যে ব্যাংক ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে। জনগণ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি উভয় ব্যাংকের সুবিধা পাচ্ছে। যেমন ভর্তি (শিক্ষা প্রতিষ্ঠানে), স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং গৃহ নির্মাণ কাজে।

বিজ্ঞাপন

শনিবার (২ নভেম্বর) বিকেলে গণভবনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) কর্তৃক ত্রাণ ভাণ্ডারে প্রদত্ত কম্বল গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় বিএবির আওতাধীন ৩৬টি ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিলে ২৭ লাখ পিস কম্বল অনুদান হিসেবে প্রদান করে।

ব্যাংক নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'যাদের ধারণা আছে তারা এতো বেশি লিখবেন না। এটাও ঠিক যে, অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে লেখেন। আমি বলব, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনারা যেহেতু অনেক বেশি কাজ করেন, তাই আপনাদের কাছে জনগণের প্রত্যাশা বেশি। যদি আপনি সৎভাবে ব্যাংকগুলো পরিচালনা করেন, তবে কোনো সমস্যা হবে না।'

জনগণের জন্য কাজ করতে ক্লান্ত হই না
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বিএবির সদস্য বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ

তিনি বলেন, কিছু মহল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অলাভজনক শাখা বন্ধ করার পরামর্শ দিয়েছিল। বিশ্বব্যাংক এই জাতীয় প্রেসক্রিপশন দেয়। কিন্তু আমরা যখন ক্ষমতায় এসেছি, তখন আমরা প্রেসক্রিপশনটি গ্রহণ করিনি, কারণ সমস্ত অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সমান নয়। যেসব অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বেশি, ব্যাংকগুলো সে অঞ্চলে মুনাফা অর্জন করবে এবং যেসব অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম কম রয়েছে সেখানে মুনাফা করতে পারবে না। আমি পুরো বিষয়টা নিয়েই হিসেব করব। কাজেই আমি ব্যাংকগুলো কেন বন্ধ করব? বরং আমি ব্যাংকের ব্যবহার সম্পর্কে জনগণকে শিক্ষা দেব। আর এজন্যই আমরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ সৃষ্টি করেছি।'

বেসরকারি ব্যাংকগুলোকে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় সহযোগিতার হাতকে প্রসারিত করায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, 'সরকার বিপন্ন মানবতার জন্য সহযোগিতা দিচ্ছে। কিন্তু আপনারা এগিয়ে এলে তারা আরো বেশি লাভবান হবে। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তোলার স্বপ্ন নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন এ দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধু তা করে যেতে পারেননি। তবে, আমি তাঁর অসম্পূর্ণ স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছি।'

তিনি আরো বলেন, দেশের অর্থনীতি এখন আন্তর্জাতিকভাবেও ভীষণ শক্তিশালী, এখন আর কেউ বাংলাদেশকে অবহেলার চোখে দেখে না।

অনুষ্ঠানে বিএবির সদস্য ৩৬টি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী গত সাধারণ এবং উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকালীন নিহত আনসার ও ভিডিপির পরিবারের সদস্য এবং দলের কিছু নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের মধ্যে ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

সূত্র: বাসস