মহাসমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা ব্যস্ত পদ্মায় নৌকা ভ্রমণে

  • গনেশ দাস, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মায় নৌকা ভ্রমণে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পদ্মায় নৌকা ভ্রমণে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহী থেকে: রাজশাহীতে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। বৃষ্টি বাগড়ায় সমাবেশের শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বিকেলের দিকে সমাবেশস্থলে নেতাকর্মীদের কিছুটা সমাগম বাড়ে।

তবে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত না থেকে দলে দলে পদ্মায় নৌকা ভ্রমণে ব্যস্ত হয়ে পড়েন। এদের অনেকের মাঝেই সমাবেশে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ দেখা যায়নি।

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসলেও কর্মী ধরে রাখতে পারেননি নেতারা। অবশ্য সমাবেশস্থল থেকে দলে দলে কর্মীদের চলে যাওয়ার দৃশ্য দেখে মঞ্চ থেকে বারবার সমাবেশস্থলে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা!

রাজশাহী মহানগরের পাঠানপাড়া মাদরাসা সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। এর পাশেই পদ্মা নদী তীরে অবস্থিত পাঠানপাড়া বালুর ঘাট লালন শাহ পার্ক। দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও নেতাকর্মীর উপস্থিতি ছিল হতাশাব্যঞ্জক। বেলা সাড়ে ৩টার দিকে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হলেও নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ অব্যাহত রাখেন।

রাজশাহী মহানগরের পাঠানপাড়া মাদরাসা সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। এর পাশেই পদ্মা নদী তীরে অবস্থিত পাঠানপাড়া বালুর ঘাট লালন শাহ পার্ক। দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও নেতাকর্মীর উপস্থিতি ছিল হতাশাব্যঞ্জক। বেলা সাড়ে ৩টার দিকে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হলেও নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ অব্যাহত রাখেন।

 

মহাসমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা ব্যস্ত পদ্মায় নৌকা ভ্রমণে

পার্ক সংলগ্ন পদ্মা নদীতে নৌকা ভাড়া করে শত-শত নেতাকর্মী নৌকা ভ্রমণ করেন। কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, 'নেতাদের বক্তব্য অনেক বার শোনা হয়েছে। রাজশাহীতে আসার সুযোগ হয়েছে, তাই সময় কাটানোর জন্য নৌকা ভ্রমণ করছি'।

মহাসমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা ব্যস্ত পদ্মায় নৌকা ভ্রমণে

দেখা গেছে, পদ্মার পাড়ে ৮-১০টি বড় বড় নৌকা মুহূর্তের মধ্যে যাত্রী ভর্তি হয়ে যাচ্ছে।

নৌকার মাঝি আলাউদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বিএনপির সমাবেশের কারণে আমাদের ব্যবসা ভালো।' জনপ্রতি ২০ টাকা করে ভাড়ায় এক নৌকায় ৪০-৪৫ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে আধা ঘণ্টা সময় ঘুরে আসছেন তারা।

আরও পড়ুন: মঞ্চে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা, বাড়ছে ভিড়

আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় হোটেলে বিএনপি নেতারা, ফাঁকা সমাবেশস্থল