রাজশাহীতে দুর্নীতির মামলায় পৌর মেয়র গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

আলাউদ্দিন আলো

আলাউদ্দিন আলো

দুর্নীতি ও অর্থ আত্মসাতের তিনটি মামলায় রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলোকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আলাউদ্দিন আলো মোহনপুর উপজেলার নওগাঁ গ্রামের মৃত. হাজী লুৎফর রহমানের ছেলে। কেশরহাট পৌরসভার মেয়রের দায়িত্বে থাকাকালে তিনি ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভুক্তভোগীরা তিনটি মামলা দায়ের করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ জানান, দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক পৌর মেয়র আলাউদ্দিনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার রাতে তিনি গোপনে বাড়িতে এসে অবস্থান করছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি মোস্তাক আহমেদ।