আরএমপি'র তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের লোগো, ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের লোগো, ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার পদের তিনজনকে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আরএমপি'র কমিশনার হুমায়ুন কবির স্বাক্ষরিত আদেশে এ পরিবর্তন করা হয়।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী- মহানগরীর মতিহার জোনের দায়িত্বরত উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনকে বোয়ালিয়া জোনে, কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদিনকে মতিহার জোনে ও মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাতেম আলীকে কাশিয়াডাঙ্গা জোনের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

নতুন পুলিশ কমিশনার যোগদানের পর গত জুলাইয়ে আরএমপি'র পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়।

ওই আদেশে মহানগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে বোয়ালিয়া মডেল থানায়, শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানকে কাটাখালি থানায় বদলি করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনকে রাজপাড়া থানায় এবং রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে মতিহার থানায় বদলি করা হয়।

এছাড়া আরএমপি'র বেতার শাখার ইনচার্জ মাজহারুল ইসলামকে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।