২৫ টাকার ইনজেকশন ৫০০ টাকা

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহীর আমানা হাসপাতাল/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহীর আমানা হাসপাতাল/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহীর আমানা হাসপাতালে ২৫ টাকার ইনজেকশন ৫০০ টাকা নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের শুনানি শেষে এই জরিমানা করেন।

বিজ্ঞাপন

হাসান আল মারুফ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘গত ৩০ জুলাই রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের ঝাউতলা মোড়ে অবিস্থত আমানা হাসপাতালে ২৫ টাকার একটি ইনজেকশন রোগীর কাছে ৫০০ টাকায় বিক্রি করা হয়। ঐ রোগীর স্বজনরা বিষয়টি নিয়ে প্রথমে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা পাত্তা দেয়নি। পরে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন।’

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে শুনানির দিন ধার্য করেছিলাম। শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকার ২৫ শতাংশ ভুক্তভোগী ভোক্তাকে দেওয়া হয়েছে, বাকি ৭৫ শতংশ সরকারি কোষাগারে জমা করা হবে।’