রাজশাহী কালচারাল অ্যাকাডেমি পরিদর্শনে ৫ সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

পরিদর্শন শেষে রাজশাহী কালচারাল অ্যাকাডেমির সদস্য ও পরিচালকদের সঙ্গে সচিববৃন্দ, ছবি: বার্তা২৪

পরিদর্শন শেষে রাজশাহী কালচারাল অ্যাকাডেমির সদস্য ও পরিচালকদের সঙ্গে সচিববৃন্দ, ছবি: বার্তা২৪

জনপ্রশাসন পদক-২০১৯ প্রদানের লক্ষ্যে খুঁটিনাটি জানার জন্য রাজশাহী কালচারাল অ্যাকাডেমি পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঁচজন সচিব।

সোমবার (২৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা অ্যাকাডেমিতে অবস্থান করে এর সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্কার ও গবেষণা বিভাগ) আলম আরা বেগমের নেতৃত্বে তারা পরিদর্শনে অংশ নেন।

বিজ্ঞাপন

অন্য কর্মকর্তারা হলেন- যুগ্মসচিব সাজেদুল ইসলাম, উপ-সচিব নুরুল হক ও এটিএম শরিফুল হক এবং সিনিয়র সহকারী সচিব রায়হান ইসলাম।

কালচারাল অ্যাকাডেমির পক্ষে নিজেদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অ্যাকাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাকাডেমির নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সরদার, যোগেন্দ্রনাথ সরেন, গাব্রিয়েল হাঁসদা, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু প্রমুখ।