রাজশাহীতে পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মায় ডুবে শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় / ছবি: বার্তা২৪

পদ্মায় ডুবে শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় / ছবি: বার্তা২৪

রাজশাহী নগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চের সামনে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে সাজিদ হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তিনি মারা যান। সাজিদ হোসেন পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার কায়েস উদ্দিন সাগরের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পাশ করেছে।

বিজ্ঞাপন

সাজিদের বন্ধুরা জানান, সাজিদসহ তারা কয়েকজন মিলে রোববার দুপুরের দিকে পদ্মায় গোসল করতে নামেন। কিন্তু সাজিদ সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যান। বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সাজিদের সন্ধান না পেয়ে তারা রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দফতরে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি নুরুন্নবীর নেতৃত্বে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবুরি রিপন ও জুয়েল সাজিদকে উদ্ধার করে।

তারা আরও জানান, পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।