খুলনায় মৌসুমি ইফতার ব্যবসায়ীদের মাথায় হাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনা নগরীতে একটি অস্থায়ী ইফতারের দোকান, ছবি: বার্তা২৪.কম

খুলনা নগরীতে একটি অস্থায়ী ইফতারের দোকান, ছবি: বার্তা২৪.কম

খুলনায় বিপাকে পরেছে মৌসুমি ইফতারি ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের হকার ও ফুটপাত দখল উচ্ছেদের কারণে এবারের রমজানের প্রথম দিনে মৌসুমি ইফতার সামগ্রীর বিক্রেতারা কোথাও বসতে পারেনি।

মঙ্গলবার (৭ মে) বিকেলে খুলনা নগরীর অধিকাংশ সড়কে গিয়ে দেখা যায়, প্রতিবছর যেসব স্থানে রকমারি ইফতার সামগ্রী নিয়ে মৌসুমি ব্যবসায়ীরা বসতো, সেসব জায়গা এখন ফাঁকা। সিটি করপোরেশন ও পুলিশ থেকে নগরীর সাতরাস্তা মোড়, শিববাড়ী মোড়, ময়লাপোতা মোড়, ফেরিঘাট মোড়, ডাকবাংলা মোড়, শান্তিধাম মোড়, পিটিআই মোড়, নিরালা মোড়, রূপসা মোড়সহ উল্লেখযোগ্য সব জায়গায় মাইকিং করে হকারদের বসতে নিষেধ করা হয়েছে। ইফতার বিক্রেতাদের বসতে না দেয়ায় কিছু কিছু এলাকায় বিপাকে পড়েছেন রোজাদাররাও।

বিজ্ঞাপন

খুলনায় মৌসুমি ইফতার ব্যবসায়ীদের মাথায় হাত

রূপসা মোড়ের মৌসুমি ইফতারি ব্যবসায়ী মালেক গাজী বার্তা২৪.কম-কে বলেন, 'প্রতিবছর রোজার সময় রাস্তা পাশে আমরা একটু ইফতারি বিক্রি করতাম। বিকেলে বসে আবার সন্ধ্যার মধ্যেই উঠে যেতাম। সারা রোজায় যা ইনকাম হতো, তাই দিয়ে ঈদ করতাম। এবার আমাদের বসতে না দেয়ায় মাথায় হাত পড়েছে। মাইকিং করে গেছে। আমরা মাল (ইফতারি) নিয়ে বসতে গেছিলাম, সব ফেলায়ে দিয়েছে।'

পিটিআই মোড়ের রোকন শিকদার বলেন, 'আমাদের এখানে হোটেল আছে। প্রতিবছর হোটেলের সামনের ফুটপাতে একটা টেবিল পেতে ছোলা, পিয়াজু, বেগুনি বিক্রি করতাম। এবার এসে সিটি করপোরেশন থেকে নিষেধ করে গেছে। আমাদের ক্ষতি হয়েছে এতে।'

২৪ নং ওয়ার্ডের বাসিন্দা আবু জাফর বার্তা২৪.কম-কে বলেন, 'আগে সব সময় বাসা থেকে বেরিয়েই ইফতারি সামগ্রী পেতাম। এ বছর ইফতার বিক্রেতাদের বসতে না দেয়ায় আমরা খাবার কিনতে পারছি না। প্রতি বাড়িতেই তো ইফতার তৈরি করা সম্ভব হয় না। যাদের বাড়িতে ইফতার তৈরি হয় না, তারা এখন কি করবে?'

উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন রমজানে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরীর উদ্দেশেই হকার ও এসব মৌসুমি ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে। তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মৌসুমি ব্যবসায়ীরা।