অনাগত শিশুকে দেখে যেতে পারলেন না লিটন

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত মিজানুর রহমান লিটনের কোলে তার ছেলে, ছবি: সংগৃহীত

নিহত মিজানুর রহমান লিটনের কোলে তার ছেলে, ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে দগ্ধ হয়ে নিহত খুলনার তেরখাদা উপজেলার কোদলা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান লিটন (৩৩) অনাগত শিশুকে দেখে যেতে পারলেন না। এপ্রিলের ১০ তারিখ তার স্ত্রীর সন্তান প্রসবের কথা।

শুক্রবার (২৯ মার্চ) বেলা ১২ টার দিকে তার মরদেহ তেরখাদার নিজ বাড়িতে পৌঁছায়। এসময় স্ত্রী, ৫ বছরের সন্তান ও স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। জুম্মাবাদ লিটনের জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

লিটনের পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা-মা নেই। এক ছেলে ও স্ত্রী রয়েছে। এপ্রিলের ১০ তারিখ তার স্ত্রীর সন্তান প্রসবের তারিখ রয়েছে। কিন্তু লিটন তাকে দেখে যেতে পারলেন না। এ পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন লিটন। লিটনের মৃত্যুতে এ পরিবারটির আয়ের কোন উৎস থাকল না।

এদিকে, লিটনের স্ত্রীর নাম তানিয়া বেগম। তার ছেলের নাম মো. তানিম (৫)। লিটনের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

উল্লেখ্য, বনানীতে আগুনে পুড়ে নিহত মিজানুর রহমান লিটন এফ আর টাওয়ারের ১০ তলায় একটি ফার্মে কর্মরত ছিলেন। আগুনে নিহত হওয়ার পর তার লাশ রাখা ছিল সিএমএইচ হাসপাতালে। সেখান থেকে তার ভাই মো. আলম শেখ লাশ শনাক্ত করে খুলনার কোদলা গ্রামে নিয়ে আসেন।