খুলনায় অজ্ঞাত যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় অজ্ঞাত এক যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দিন শেষেও যুবকের কোনো পরিচয় মেলেনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে খুলনার শের-এ-বাংলা রোডের পাশে বাজারের ব্যাগে পলিথিনে মোড়া কিছু একটা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগের ভেতর পলিথিনে মোড়া মরদেহের কিছু অংশ পায়। তখন মরদেহের হাত, পা, মাথা কিছুই ছিলো না। দুপুরের পরে ফারাজীপাড়া রোডস্থ সমাজসেবা অফিসের অদূরে আরো দু’টি ব্যাগে ওই মরদেহের হাত, পা ও মাথা পাওয়া যায়। পুলিশ লাশের টুকরোগুলো উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (উত্তর) এস এম শাকিলুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, `সকালে খবর পেয়ে শের-এ-বাংলা রোডের ঘটনাস্থলে গিয়ে আমরা বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়া মরদেহের কিছু অংশ উদ্ধার করেছি। পরে ফারাজীপাড়া রোডের গলির ভেতরে আরও দু’টি ব্যাগে মরদেহের বাকি অংশ পাওয়া যায়।'

তিনি আরও বলেন, `প্রাথমিকভাবে ধারণা করছি, অন্যত্র হত্যার পর কে বা কারা লাশের অংশ ফেলে রেখে গিয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা ও হত্যাকাণ্ড কোথায় হয়েছে এসব জানার চেষ্টা করছি। শিগগিরই আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এখনো কোনো মামলা হয়নি।'