বরিশালে ১১ মাদক ব্যবসায়ী-সেবীর আত্মসমর্পণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ১১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী/ ছবি: বার্তা২৪.কম

বরিশালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ১১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী/ ছবি: বার্তা২৪.কম

স্বাভাবিক জীবনে ফেরার আশায় বরিশাল জেলার ১১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল জেলা পুলিশ লাইনসের হল রুমে পুলিশ কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।

বিজ্ঞাপন

আত্মসমর্পণ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব। এছাড়াও গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে ফুল ও বিশেষ পুরস্কার দিয়ে আত্মসমর্পণকারীদের বরণ করে নেওয়া হয়।

আত্মসমর্পণকারীরা হলেন- জেলার বাকেরগঞ্জের শাহিন হাওলাদার, বাবুগঞ্জের মিরাজ হোসেন, উজিরপুরের মনির হোসেন সিকদার, মিরাজ হোসেন, আগৈলঝাড়ার রুবেল ফকির, মেহেন্দিগঞ্জের পারভেজ হাসান, হিজলার নাজমুল হোসেন, বানারীপাড়ার রাজু হাওলাদার, শামীম মৃধা ও গৌরনদীর কাজী ইব্রাহীম।

মতবিনিময় সভায় ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ীর সাথে যেন পুলিশের কোনো ধরনের সখ্যতা না থাকে। কোনোভাবে কোনো মাদক ব্যবসায়ী কিংবা সেবী পুলিশের কাছ থেকে যেন কোনো ধরনের উৎসাহ এবং প্রশ্রয় না পায়। সেই লক্ষ্যে পুলিশকে একা কাজ করলে হবে না। সবাইকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হবে।’

উল্লেখ্য, বরিশাল জেলায় এই পর্যন্ত মোট ১৯০ জন মাদকব্যবসায়ী ও সেবী আত্মসমর্পণ করেছে।