তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এক দফা, না মানলে আন্দোলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের প্রতিনিধি দলের কাছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবি জানিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

দাবি পূরণ না হলে সারা রাত তিতুমীর কলেজের সামনে আন্দোলন এবং আমরণ অনশন করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্যে মহাখালী রেলপথ, আমতলী এবং গুলশান বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি করবেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের প্রায় আড়াইশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

এর আগে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তিতুমীর কলেজসহ ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

২৭ জানুয়ারি (সোমবার) অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা শেষে তিনি এ ঘোষণা দেন।