বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা কমিয়েছে সুইজারল্যান্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়াতে তাদের উন্নয়ন সহায়তা কার্যক্রমের পরিমাণ কমানোর ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। মূলত গত ডিসেম্বরে দেশটির সংসদে বৈদেশিক সাহায্য তহবিল কমিয়ে আনার পরেই এ সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার।

বুধবার সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) ও ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ হ্রাস করেছে।

বিজ্ঞাপন

দেশটি থেকে অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়, সংসদে বৈদেশিক সাহায্য তহবিল কমিয়ে আনার সিদ্ধান্তটি দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোর ওপর প্রভাব পড়বে।

বুধবার আন্তর্জাতিক সহযোগিতা বাজেট কমানোর বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষের দিকে আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশীয় ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোর অতিরিক্ত বাজেটও কমিয়ে ফেলা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনে সহায়তার ওপর এই বাজেট হ্রাসের কোনও প্রভাব পড়বে না।