হাসপাতালে থেকেই ভোটার হচ্ছেন জুলাই আন্দোলনের আহতরা
জুলাই আন্দোলনে আহতদের ভোটার তালিকা প্রস্তুত করতে হাসপাতালে আহতদের কাছে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের কাছে গিয়ে তাদের ভোটার হওয়ার আবেদন গ্ৰহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজ করে থাকেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট সেবা গ্রহণ করেছেন ১৩ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ টি আলাদা ভবনে থাকছেন আন্দোলনের আহতরা। ইসির একটি টিম প্রতিটি আহত ব্যক্তিদের কাছে গিয়ে নতুন ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনী কাজ করেন। আন্দোলনে জুলাই মাসের ৫ তারিখে আহত হওয়া নারায়ণগঞ্জের ফার্মেসি কর্মচারী আব্দুল্লাহ বলেন, আমার বাবার নামে ভুল ছিল আমি সেটা সংশোধন করি।
নারায়ণগঞ্জের এক স্কুল পড়ুয়া মোহাম্মদ ইব্রাহিম বলেন, আন্দোলনে সময় আমার গুলি লেগে খাদ্যনালী ছিদ্র হয়ে যায়। অনেকদিন ধরেই এখানে আছি। আমি এবছর নতুন ভোটার হওয়ার আবেদন করলাম।
নির্বাচন কমিশন সচিবালয়ের এনাইডি শাখার আইডিয়া টু প্রজেক্ট এর সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ঢাকা মেডিকেল হসপিটাল থেকে জুলাই আন্দোলনে আহতদের মধ্যে ২ জন নতুন এনআইডির জন্য আবেদন করেছেন, ৩ জন সংশোধনের জন্য আবেদন করেছেন, ৮ জন স্মার্ট কার্ডের জন্য জমা দিয়েছেন।