রাজশাহীর ৪ কলেজের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছর রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করার কার্যক্রম শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে কার্যক্রমটি এখনো শেষ হয়নি। ফলে কলেজগুলোর চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার আবুল কাশেম এ তথ্য জানিয়েছন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই সব কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার প্রক্রিয়া কার্যকর হয়নি।

রাবির অধিভুক্ত চারটি কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অধিভুক্ত কলেজের ভর্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী জানান, গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ পাওয়া গেছে। আগের মতোই আমরা ভর্তি কার্যক্রম শুরু করেছি।