রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আরিয়ান হাফিজ (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা গুলি জব্দ করে যৌথবাহিনী।

রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আরিয়ান হাফিজ দয়ালনহর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।

জানা গেছে, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্যনগর এলাকার সন্ত্রাসী আরিয়ান হাফিজ(২৭) এর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে শনিবার ভোর রাতে সেনা ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে আরিয়ান হাফিজকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে তার ভাই মোঃ আনিছুর রহমান হৃদয়ের শয়নকক্ষ থেকে একটি বিদেশী পিস্তল(চাইনিজ), একটি ওয়ান শ্যুটার গান, ৪ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আরিয়ান হাফিজকে গ্রেফতার করে তাকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করে তাকে আদালত সোপর্দ করা হয়েছে।