প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের উচ্চশিক্ষায় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘উইন্টার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘২০০১-২০১৬ পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের অধীনে ছিল। কিন্তু ২০১৬ সালের পরে রাজনৈতিক নানা কারণে এটি ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত হয়। এটি দুর্ভাগ্যজনক। প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের বৈধ সম্পত্তি, যা কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হতে পারে না।’
মেয়র ডা. শাহাদাত ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও শহীদদের গভীরভাবে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ‘৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন— প্রতিটি সংগ্রামে ছাত্র-ছাত্রীদের অবদান রয়েছে। বর্তমানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলে আমরা আজ প্রিমিয়ার ইউনিভার্সিটিকে তার প্রাপ্য অবস্থানে ফিরিয়ে আনতে পেরেছি।’
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট রেজাউল করিম রণি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ‘বিভিন্ন বিভাগের যৌথ আয়োজনে এই উৎসবটি অন্যরকম মাত্রা পেয়েছে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে।’
অনুষ্ঠানে অর্ধ শতাধিক পিঠার স্টল ছিল। স্টলগুলোতে বিভিন্ন ধরনের পিঠা, খাবার, কাপড় ও গহনার প্রদর্শনী হয়।