শক্তিশালী গণমাধ্যম গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: কামাল আহমেদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন/ছবি: সংগৃহীত

সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন/ছবি: সংগৃহীত

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই সভা থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশগুলো সরকারকে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের উন্নয়নে ভূমিকা রাখা হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বরিশালের বান্দ রোডের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কামাল আহমেদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী কাঠামো তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সাংবাদিকদের মতামত সংগ্রহ করে সুসংহত সুপারিশমালা তৈরি করতে চাই, যা সরকার গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।

বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের কার্যক্রমের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

সভায় সিনিয়র সাংবাদিক কাওসার হোসেন বলেন, গণমাধ্যমে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার অভাব রয়েছে। সাংবাদিকদের পেশাগত জীবনে অনেক অন্তরায় দেখা দেয়। এর জন্য উপযুক্ত নীতিমালা ও সুরক্ষা কাঠামো নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় সাংবাদিকরা প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সভায় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ রোধ এবং নিরপেক্ষতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে, এই কমিশনের সুপারিশ গণমাধ্যমের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

সভা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা জানান, এ অঞ্চলে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সুপারিশগুলো বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে।