কলাবাগানে গরু বোঝাই পিকআপে ডাকাতি, গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে ব্যারিকেড দিয়ে গরু বোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত পিকআপসহ ডাকাত দলের এক অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা নাগাদ শাহআলী থানা এলাকা থেকে লুণ্ঠিত পিকআপসহ রিয়াজকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১১জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতের নাম: মো. রিয়াজ গোলদার (২৫)। এ সময় তার হেফাজত হতে লুণ্ঠিত পিকআপটি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কলাবাগান থানার বরাতে তালেবুর রহমান বলেন, গরু ব্যবসায়ী ও মাংস বিক্রেতা মো. মেহেদী হাসান (৩৫), মো. আহমেদ শাহ ওরফে রাজা (৩৫), কাজী আনোয়ার হোসেন (৫৭) ও মো. আব্দুল লতিফ । গত ৯ জানুয়ারি রাত আনুমানিক দের টার দিকে গাবতলী গরুর হাট থেকে ১১টি গরু ক্রয় করেন। গরুগুলোর মোট মূল্য ১০ লাখ ৯৭ হাজার টাকা। পরে তারা তাদের পূর্ব পরিচিত রাখাল সর্দার জাকিরের নিকট গরুগুলো বুঝিয়ে দিয়ে আসে। জাকির ঐদিন রাত আনুমানিক ২টার দিকে গাবতলী গরুর হাট থেকে একটি পিকআপে রাখাল মোহাম্মদ ইব্রাহিমের মাধ্যমে গরু ব্যবসায়ীদের কাছে গরুগুলো পাঠানোর ব্যবস্থা করে। মোহাম্মদ ইব্রাহিম রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে শুক্রাবাদ বাজারে শুক্রাবাদের এক গরু ব্যবসায়ীর কাছে দুটি গরু বুঝিয়ে দেয়। এরপর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে কলাবাগান থানার মিরপুর রোডে আরেক গরু ব্যবসায়ীর ৩টি গরু নামানোর প্রস্তুতি নিলে পেছন হতে একটি পিকআপ সামনে এসে ব্যারিকেড দিয়ে তাদের পিকআপটি থামায়। থামানোর পর ওই পিকআপ হতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল চাপাতি, রামদাসহকারে নেমে ড্রাইভার ও রাখাল ইব্রাহিমকে মেরে ফেলার ভয় দেখালে তারা ভয়ে গাড়ির চাবি রেখে রাস্তার পাশের গলির ভেতরে দৌড়ে চলে যায়। গলিতে গিয়ে তারা চিৎকার করলে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গরু বহনকারী গাড়ি টি নিয়ে ডাকাতরা পালিয়ে গেছে।

এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলার করেন।

কলাবাগান থানা সূত্রের বরাতে তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যতম সদস্য রিয়াজ গোলদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে শাহআলী থানা এলাকা থেকে লুণ্ঠিত পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ গোলদার ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।