সিইপিজেড

দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) জেএমএস ও ম্যারিমো নামে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আহত শ্রমিকদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন জেএমএস ও ম্যারিমো কারখানার শ্রমিকরা। এর মধ্যে জেএমএস কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের দাবি মেনে নেয় এবং তারা শনিবার থেকে কাজে যোগ দেন।

তবে ম্যারিমো কারখানার শ্রমিকরা তখনও আন্দোলনে ছিলেন। শনিবার সকালেই তারা জেএমএস কারখানায় ঢুকে ভাঙচুর ও এলোপাতাড়ি হামলা চালান। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে বেশিরভাগই জেএমএস কারখানার শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পরপরই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

শিল্পপুলিশ চট্টগ্রাম বন্দর জোনের পরিদর্শক গোলাম নবী বলেন, শ্রমিক অসন্তোষের জেরে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দিতে জেএমএস ও ম্যারিমো কারখানার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।