বিমানবন্দরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আনসারকে সম্পৃক্ত করে অপপ্রচার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ঘটনাকে আনসারকে জড়িয়ে উপস্থাপন করার অপপ্রচেষ্টা করা হচ্ছে বলে দাবি বাহিনীটির।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে কর্তব্যরত বাহিনীর সদস্যদের ভূমিকা পরিস্কার করেন সহকারী পরিচালক (মিডিয়া) আশিকুজ্জামান।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, গতকাল রাত আনুমানিক ৮টায় নরওয়ে প্রবাসী এক যাত্রী বর্হিগমন টার্মিনালের গেট ২ দিয়ে বের হওয়ার সময়, তাকে রিসিভ করতে আসা স্বজনরা টার্মিনালের ক্যানোপির ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করেন।

কর্তব্যরত আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে, যাত্রীর একজন স্বজন উত্তেজিত হয়ে বাদানুবাদে লিপ্ত হন এবং পরবর্তীতে হাতাহাতি করেন। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, আনসার সদস্যরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না, বরং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন।

বিজ্ঞাপন

তবে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনাকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসার সদস্যদের সম্পৃক্ত করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, আনসার বাহিনী তাদের সংস্কার কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের সেবায় উন্নততর ভূমিকা রেখে আসছে। তাই আনসার সদস্যদের বিরুদ্ধে ছড়ানো উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আমরা সবার নৈতিক সহযোগিতা কামনা করছি, যেন এমন বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করা সম্ভব হয়।