ফটিকছড়িতে ২২ এতিমখানার শিশুরা পেল কম্বল
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২২টি প্রতিষ্ঠানের এতিম শিশুদের মাঝে ৮০০টি কম্বল বিতরণ করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নাজিরহাট পৌরসভা কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মেজবাহ উদ্দিন বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নাজিরহাট পৌরসভা সবসময় দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরও উৎসাহিত করবে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসতে। আমাদের সমাজে মানবিক সহায়তার এমন দৃষ্টান্ত আরও সম্প্রসারিত হলে তা আমাদের সবার জন্য উপকারী হবে।
এ সময় তিনি পৌরসভার পক্ষ থেকে সবাইকে শীতবস্ত্র সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সহায়তায় উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সহায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আবসার, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।