কিশোরগঞ্জে বাপা'র আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছেন বাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বেন(BAN) এর বৈষিক সমন্বয়ক, তিস্তা আন্দোলনের নেতা, ইউ এস এ ইউনিভার্সিটির প্রফেসর ড.খালেকুজ্জামান।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ড.হালিম দাদ খান সহ বাপার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে সাবেক সোনালী ব্যাংকের পরিচালক ড. দৌলতুন্নেছা, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু আ লতিফ, বড়বাজার ব্যবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, বাপা'র সদস্য ও পরিবহন পরিকল্পনা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক কবীর, বাপা'র সদস্য ও প্রত্নতত্ত্ব উপকমিটির আহ্বায়ক সাংবাদিক ফারুকুজ্জামান, এড. হামিদা খাতুন, শিক্ষিকা কামরুন্নাহার, সমাজ সেবক লুৎফুল কবীর সহ ২১ সদস্যের নাম প্রস্তাবনায় এনে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলকে পুনরায় নির্বাচিত করা হয়।
এর আগে সকাল থেকে সামগ্রিক পরিবেশ, নরসুন্দা নদী রক্ষা, নদীর প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও আমাদের করণীয় নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বেন(BAN) এর বৈষিক সমন্বয়ক, তিস্তা আন্দোলনের নেতা, ইউ এস এ ইউনিভার্সিটির প্রফেসর ড.খালেকুজ্জামান।
বড়বাজার ব্যবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখেন- জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু আ লতিফ, এড. হামিদা খাতুন, প্রফেসর ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রফেসর করিম উল্লাহ্, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি সাংবাদিক শফিক কবীর, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, প্রবীণ হিতৈষী সংগের সাধারণ সম্পাদক মেহের উদ্দিন, বেসরকারি গণ গন্ত্রাগার জেলা কমিটির সভাপতি রুহুল আমিন, শিক্ষিকা কামরুন্নাহার, সমাজ সেবক লুৎফুল কবীর প্রমুখ।
উক্ত কমিটিকে দ্রততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
নতুন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে পরিবেশের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায়দের পাশে থেকে জনমত গড়ে তুলে ঐক্যবদ্ধ ভাবে বাপা'র আন্দোলনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।