বিমানবন্দর থেকে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার/ছবি: সংগৃহীত

আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার/ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হাসান (১৭) হত্যা মামলার মূলহোতা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম (২৩) বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আশরাফুল আলম হামিম উপজেলার আলাবক্সপুর এলাকার মো. আবুল কালামের ছেলে। সে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

বিজ্ঞাপন

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের অভিযান চলছিলো। এরই ধারাবাহিকতা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূল হোতা হামিম বিদেশ চলে যাওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এর ফলে যেকোন সময় তিনি বিদেশে পাড়ি দিতে পারেন। এ অবস্থায় গতকাল শুক্রবার রাতে কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ আরও বলেন গ্রেফতার হওয়া আসামিকে নান্দাইল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসার কাজ প্রক্রিয়াধীন বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ৩১ শে মে রাতে নান্দাইল উপজেলার সদরে আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মুরাদ নিহত হয়।পরে এ ঘটনা ১ জুন নিহতের পিতা তোফাজ্জল হোসেন ভূইয়া বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।