নওগাঁয় ট্রলি-পিকাপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

নওগাঁয় ট্রলি-পিকাপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

নওগাঁয় ট্রলি-পিকাপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

নওগাঁর বদলগাছীতে ট্রলি ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিপন (১৭) এর বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। কিশোর রিপন ট্রলির হেলপার ছিল। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ।দুর্ঘটনায় পিকাপটি দুমড়েমুচড়ে গেছে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বার্তা২৪.কমকে বলেন, বেলা ১টার দিকে ট্রলি এবং ছোট পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন