মানিকগঞ্জে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার পৃথক দুই স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিম্বের) সকালে মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই ও সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের পিঠার দোকানের ভেতর (৫৫) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়াও সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার বহুতল ভবনের একটি রুম থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) বছরের এক ভাড়াটিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পৌরসভার নারাঙ্গাই এলাকার পিঠার দোকানের মালিক মো. শহিদ মিয়া জানান, রোববার রাতে পিঠার দোকান বন্ধ করার সময় দোকানের সামনে দিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেছি। এরপর রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার সময় দোকানের পাশে দেখেছি তাকে। এরপর সকালে খবর পেয়ে এসে দেখি দোকানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হচ্ছে। দোকানের চারপাশে বেড়া ছিল না বলেও তিনি জানান।
অপরদিকে পুলিশ ক্যাম্প এলাকার রিপন মিয়া জানান, হঠাৎ করে সোমবার সকালে মান্নান মোল্লার বিল্ডিংয়ের (বহুতল ভবন) ভাড়া দেওয়া একটি রুম থেকে পচা দুর্গন্ধ আসলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই রুমের তালা ভেঙে রুমের ভিতরের মেঝে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ভাড়াটিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এর আগে গত ২২ ডিসেম্বর নিহত ব্যক্তিসহ অজ্ঞাত তিনজন মান্নান মোল্লার বিল্ডিংয়ের একটি রুম ভাড়া নেয় এবং মালিকের কাছ থেকে ভাড়া নেওয়ার পরদিন থেকে ভাড়াকৃত রুম তালাবদ্ধ ছিল। এরপর থেকে অজ্ঞাত পরিচয়ের বাকি দু’জন ভাড়াটিয়াকে আর দেখা যায়নি বলেও তিনি জানান।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।