কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির এক হাত ভাঙা ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, রেলসেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। আমার ধারণা, ওই ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন থেকে পরে এ ঘটনা ঘটেছে।’

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন