রাঙামাটিতে ডিবি’র অভিযান: গাঁজাসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত গাঁজা ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

আটককৃত গাঁজা ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক চাকমা যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার দিবাগত সন্ধ্যারাতে সাপছড়ির মধ্যমপাড়া এলাকা থেকে জিতায়ন চাকমা বাবু (৩১) নামের এই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।
আটককৃত জিতায়ন নানিয়ারচর থানার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতছড়ি পুরাতন পাড়ার বাসিন্দা পরিমল চাকমা ও ভারতী চাকমার সন্তান।

উক্ত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, নানিয়ারচরের ঘিলাছড়ি, সাবেক্ষ্যং এর গহিন অরণ্যে পতিত পাহাড়ি জমিতে গাঁজার চাষ করছে একটি চক্র।

এই চক্রের সদস্য জিতায়ন রাঙামাটি শহরের একজনের সাথে গাঁজা বিক্রির বিষয়টি জানতে পেরে উক্ত সাপছড়ি এলাকায় ছদ্মবেশে অবস্থান করতে থাকে ডিবি পুলিশের চৌকস টিম।

রাত সাড়ে সাতটার সময় বিশেষভাবে প্যাকেটিং করে এক কেজি গাঁজা ক্রেতার কাছে বিক্রি করতে আসলে ছদ্মবেশী ডিবি সদস্যরা বস্তাভর্তি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন