রংপুরে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশের মত রংপুরেও নানা আয়োজনে উৎযাপিত হচ্ছে দিনটি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন রাধাবল্লভ এলাকায় ব্যাপ্টিষ্ট চার্চে যিশুর জন্মদিন উপলক্ষে শুভ বড়দিন পালিত হচ্ছ। বড়দিন উপলক্ষে গির্জার ভিতরে ক্রিসমাসট্রিতে আলোর ঝলকানিতে সেজেছে এবং বাহিরে রঙিন কাগজে ছেয়ে গেছে। নজর কাড়ছে গির্জার চারপাশে বর্ণিল আলোকসজ্জা।

বিজ্ঞাপন

উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়। সকাল থেকেই রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় করে। পরে গির্জার ফাদারের নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন তারা। সবশেষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।

এছাড়াও মায়ের হাতের কেক, পার্কস্ট্রিট থেকে সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ। সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন খ্রিস্ট ধর্মের মানুষ। গাইছে ধর্মের গান। চাইছে ক্ষমা ও করছে পাপ মুক্তির জন্য প্রার্থনা।

বিজ্ঞাপন

এদিকে নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী গির্জার চারপাশে মোতায়েন করা হয়েছে।