কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উত্তরা থেকে উদ্ধার
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতক উদ্ধার করেছে র্যাব।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরখান থেকে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আল আমিন।
র্যাব জানায়, ২০ ডিসেম্বর হাসপাতাল হতে সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশু হারিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। এরপর থেকেই বিষয়টির ওপর গভীর নজর রাখছিল র্যাব।
নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ। তা বিচার-বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত।
চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা অভিযান চালায়। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় চক্রের এক সদস্যকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।
এসময় নবজাতক শিশু চুরির সাথে জড়িত হাসিনা বেগম (৩৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া নবজাতক শিশুটিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নবজাতক শিশু চুরির সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।
প্রাথমিকভাবে জানা যায় যে, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যথা উঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবী করা এক নারীর কাছে নবজাতক শিশুটিকে রেখে তার মায়ের সাথে ওয়াশ রুমে জান। ভুক্তভোগী ওয়াশ রুম থেকে ফিরে এসে পাশের বেডের রোগীসহ নবজাতক শিশুটিকে সেখানে খুজে পায় না।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।