বন্ধ ট্রেন-স্টেশন চালুসহ দুর্নীতি তদন্তের দাবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রেল খাতে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন স্টেশন ও ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে এই যৌথ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচলকারী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আগে ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, অসুস্থ ব্যক্তি, চাকরিজীবীসহ সাধারণ মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে অযৌক্তিক কারণে ট্রেনটি বন্ধ করে দেওয়ায় এ রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। নাগরিক সেবার স্বার্থে ট্রেনটি পুনরায় চালু করার জোর দাবি জানানো হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান অভিযোগ করেন, রেলওয়ের উন্নয়ন ও কেনাকাটার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতা ধরে রেখেছেন এবং সরকারি অর্থ লোপাটের সুযোগ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেল খাতে অতীতের সব অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার এখনই সময়। এর পাশাপাশি বন্ধ হওয়া স্টেশন ও ট্রেনগুলো অবিলম্বে চালু করার দাবিও জানান তিনি।