মোহাম্মদপুরে সাংবাদিকের ক্যামেরা-মোবাইল ছিনতাই, গ্রেফতার ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকের ক্যামেরা-মোবাইল ছিনতাই/ছবি: সংগৃহীত

সাংবাদিকের ক্যামেরা-মোবাইল ছিনতাই/ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক নাঈমুর রহমানকে পিটিয়ে তার ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি বলেন, তিনজনকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি নিকন ডি-৮৫০ ক্যামেরা, লেন্স উদ্ধার করা হয়েছে। এছাড়াও দস্যুতার কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গত ১৩ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈমুর রহমান রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থেকে বসিলা যাচ্ছিলেন। পথে তিন রাস্তার সামনে পৌঁছালে ৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের পর ভয়ভীতি দেখায়। পরে তার কাছে থাকা নগদ ৭ হাজার টাকা, ব্যাটারি এবং সনির মেমোরিকার্ডসহ একটি নিকন ডি-৮৫০ ক্যামেরা, একটি নিকন ২৪-১২০ মিমি ক্যামেরা লেন্স, একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরে তিনি থানায় বিষয়টি জানান ও ১৬ নভেম্বর থানায় অভিযোগ করেন।