রাজবাড়ী আদালতের জিপির নিয়োগ বহালের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

রাজবাড়ী আদালতে নবনিযুক্ত জিপি অ্যাড. স্বপন কুমার সোমের নিয়োগ বহাল রাখার দাবিতে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজবাড়ী জেলা বার এর ৭০ জন আইনজীবী স্মাক্ষরিত ম্মারকলিপি রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত জিপি অ্যাড. স্বপন কুমার সোম একজন সৎ আইনজীবী হিসেবে সুনামের সাথে ১৯৮২ সাল থেকে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আদালতের প্রতি তার পেশাগত নৈতিক দায় ও দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্টই সচেতন। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পেশাগত রাজনীতির সাথে বরাবর নিরপেক্ষভাবে আইনজীবীদের স্বার্থে জড়িত ছিলেন এবং আছেন।

তিনি ছাত্রজীবনের শুরুতে জাসদ রাজনীতি করেছিলেন সত্য তবে, তারপর আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তার জিপি পদে নিয়োগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের বিরোধীতা খুবই বিস্ময়ের।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাড. স্বপন কুমার বিশ্বাস, অ্যড. স্বপন কুমার সোম, অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, অ্যাড. মারুফ উল হাসান শামীম, অ্যাড. মোল্লা নিয়াজ মোহম্মদ আইয়ুব, অ্যাড. বিজন কুমার বোস, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. বিজন কুমার বোস প্রমুখ।