দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গাংনীতে বিশেষ টাস্কফোর্সের অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মেহেরপুরের গাংনীয় উপজেলার বামুন্দী বাজারে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। এ সময় বাদল ট্রেডার্স নামের এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

পণ্যের গায়ে বিক্রয় মূল্য প্রদর্শন না করায় বাদল ট্রেডার্সকে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের বিশেষ টাস্কফোর্স সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। একই সময়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় তাদেরকে সতর্ক করা হয়। অভিধানের সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

অভিযানে উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম, ক্যাব গাংনী উপজেলা শাখার সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা ও সহসভাপতি মজনুর রহমান আকাশসহ ক্যাব ও ছাত্র প্রতিনিধিরা।

এ সময় বামুন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সাথে বাজারের পণ্য সরবরাহ ও ন্যায্যমূল্যে কেনাবেচা করার জন্য বিভিন্ন নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন