মাওলানা আহসান উল্লাহর পিতা হাজী শফিউল্লাহ'র ইন্তেকাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা  মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও তেজগাঁও উত্তর থানা আমীর হাফেজ মাওলানা আহসান উল্লাহর পিতা হাজী শফিউল্লাহ (১০০) সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায়  টায় নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভ‚গছিলেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী 

বিজ্ঞাপন

ঢাকা মহানগরী উত্তর এর প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান। 

বিজ্ঞপ্তি জানান মরহুমের প্রথম নামাজে জানাজা সোমবার বাদ আসর নাখালপাড়া বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন মরহুমের সন্তান হাফেজ আহসান উল্লাহ।  নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

পরে মরহুমের লাশ গ্রামের বাড়ী নেওয়া হয়। সেখানেই আগামীকাল সকাল ৭ টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

হাজী শফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম হাজী শফিউল্লাহ ছিলেন একজন উচ্চ পর্যায়ের সালেহ ও আবেদ মানুষ। তিনি ইবাদাত-বন্দেগীর মাধ্যমেই জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন। সর্বোপরি তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।