সংরক্ষিত আসনে জাপার ৪ মনোনয়নপত্র জমা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁ থেকে মাসুদা এম রশিদ, নাজমা আক্তার, রওশনারা মান্নান, সালমা ইসলাম: বার্তা২৪

বাঁ থেকে মাসুদা এম রশিদ, নাজমা আক্তার, রওশনারা মান্নান, সালমা ইসলাম: বার্তা২৪

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চারজনের মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চারটি মনোনয়নপত্র জমা দেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

সালমা আক্তার, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরীর মনোনয়ন জমা দেয়া হয়েছে। যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা।

সংসদে জাতীয় পার্টির ২২ জন সদস্য রয়েছেন। সে অনুযায়ী দলটি চারটি সংরক্ষিত আসন পাবেন।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেয়ার সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্না এমপি, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, যুগ্ম মহাসচিব লিয়াক হোসেন খোকা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি। প্রত্যাহার ১৬ ফেব্রুয়ারি। আর ভোট ৪ মার্চ।