মানিকগঞ্জে ৫ জেলের অর্থদণ্ড, এক লাখ মিটার জাল ধ্বংস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় জেলেদের নিকট থেকে ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশগুলো স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মা ইলিশ সংরক্ষণের স্বার্থে ৩ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। এই সময়ের মধ্যে ইলিশ মাছ শিকার ও ক্রয়-বিক্রয়ে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করেন তিনি।