রাজবাড়ীতে ১৭৫ কেজি ইলিশ জব্দ, ৬ জেলের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার ৬ জেলেকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ১৭৫ কেজি ইলিশসহ ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের অভিযানে এসব জেলেদের আটক ও উল্লেখিত জাল ও ইলিশ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে আটক ৬ জেলেকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত ১৭৫ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।

তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত তাদেরর এই অভিযান চলবে।

বিজ্ঞাপন

অভিযানে ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন তুহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।