চমেকে দূর হলো বিশুদ্ধ পানির সংকট

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চমেকে দূর হলো বিশুদ্ধ পানির সংকট

চমেকে দূর হলো বিশুদ্ধ পানির সংকট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এতদিন আসা রোগী ও তাদের স্বজনদের জন্য ছিল না কোনো সুপেয় পানির ব্যবস্থা। সেই সংকট দূর হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে দূরদূরান্ত থেকে আগত রোগী ও স্বজনদের জন্য বিনামূল্যে পানির প্লান্ট স্থাপনের মাধ্যমে এই ব্যবস্থা করেছে মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

পানির প্লান্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন। এ সময় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তৈয়ব সিকদার, রোগী কল্যাণ সমিতির সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘দূর দূরান্ত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন। এতোদিন তাদের জন্য বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা ছিল না। এখন থেকে পানির জন্য তাদের আর হাহাকার করতে হবে না।’

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরণের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি। গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চলমান বিবিধ জরুরি মানবিক কর্মসূচি চলমান রয়েছে, এছাড়াও প্রবাস ফেরত যাত্রীদের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছে চলমান রয়েছে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।

বিজ্ঞাপন