বিশ্ব ইজতেমার কারণে পেছাল এসএসসি পরীক্ষা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪

পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪

বিশ্ব ইজতেমার কারণে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের যেসব পরীক্ষা ছিল তা পিছিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। 
 
সূত্রে জানা যায়, রোববার এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তবে সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানায় ঢাকা শিক্ষাবোর্ড। বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির প্রধান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। 
 
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়,  ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা যথাক্রমে ২৬, ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ অনুষ্ঠিত হবে।
 
প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।  ২৬ ফেব্রুয়ারির মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়া কথা ছিল।