৪০ বছর পর সাবেক পার্বত্য মন্ত্রীর দখল থেকে সরকারি জায়গা উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং এর মালিকানাধীন ভেনাস রিসোর্টের দখল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বান্দরবান পৌর এলাকায় বান্দরবান জেলা প্রশাসন এই জায়গা উদ্ধার করে এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বান্দরবান জেলা প্রশাসনের আরডিসি মিজানুর রহমান বলেন, জায়গাগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের। তাই এগুলো তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, আরডিসি মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, সহকারী কমিশনার (ভুমি) মো. ফয়সল উদ্দিন প্রমূখ।