ভেড়ামারায় ব্যাংকে লেনদেনের সময় জাল টাকাসহ যুবক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় সোনালী ব্যাংকে লেনদেনের সময় ৮৯ হাজার জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত দোয়েল উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়ার বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে।

ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম বলেন, দুপুরের দিকে আব্দুর রাজ্জাক দোয়েল তার বাবা মনিরুল ইসলামের অ্যাকাউন্টে ১ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে যান। এর মধ্যে ৮৯ হাজার টাকা আমাদের ক্যাশ অফিসার জাল হিসেবে চিহ্নিত করে। প্রতিটি জাল টাকা ১ হাজার টাকার নোট ছিল। যেখানে একই নম্বরের একাধিক টাকা ছিল। পরে তাকে আমরা আটক করে পুলিশে খবর দিলে, তারা নিয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা সোনালী ব্যাংকে জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল নামে একজনকে আটক করেছি। পুলিশ বাদী হয়ে তার নামে মামলা করা হবে। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।